সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লিটল ফ্লাওয়ারের ৩০ শিক্ষককে শোকজ

কোচিং বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

কোচিং বাণিজ্যে জড়িত থাকায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে অভিযোগের সত্যতা মেলায় তদন্ত দলের নির্দেশে গতকাল তাৎক্ষণিকভাবে এ কারণ দর্শানোর নোটিশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়াও ভর্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক হটলাইনে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে স্কুলে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব এবং উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল। গতকাল সরেজমিন পরিদর্শনে দুদক টিম দেখতে পায়, ২০১৭ সালে ওই বিদ্যালয়ের শিক্ষকরা কোচিং করাবেন না- মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্ত্বেও শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। তখন দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। অভিযানকালে দুদক টিম আরও দেখতে পায় যে, নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও একজন শ্রেণিশিক্ষক তাদের দশম শ্রেণিতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এর আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে সামনে রেখে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি দল ওই স্কুলে অভিযান চালায়। এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ভর্তি এবং কোচিং বাণিজ্য সংক্রান্ত যাবতীয় অভিযোগ দুদক গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ খবর