মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইসলামপন্থিদের সুযোগ না দিলে ছাত্রজনতা বসে থাকবে না

----------- ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ডাকসু নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ ইসলামপন্থিদের সুযোগ না দিলে ইসলামপ্রিয় ছাত্রজনতা নীরবে বসে থাকবে না।

গতকাল রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মুসলিম নবাব স্যার সলিমুল্লাহ। মুসলিম ও ইসলামী চেতনাবোধ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন যারা ঢাবিকে ইসলামমুক্ত করতে চায় তারা কারা? তাদের পরিচয় ৯৫ ভাগ মুসলমান জানতে চায়। যারা সমাজ ও রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায় তাদের মতলব ভালো নয়।

সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর