সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহজুড়ে সূচকের পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়ে সূচকের পতন শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। প্রধান প্রধান সূচকও কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকোর। এরপর ইউনাইটেড পাওয়ার ও ডাচ-বাংলা ব্যাংক। এসব প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ে বিদায়ী সপ্তাহে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ২ হাজার ৮৮৪ কোটি ১১ লাখ ১৪ হাজার ৮৯৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে ৯৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩০৩ টাকা কম। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ২৪০ টাকা। ডিএসইতে গড় লেনদেন ১৩২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ১৬৯ টাকা কম হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ কমে দাঁড়িয়েছে ১২৯২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১২ বেড়ে দাঁড়িয়েছে ২০০৫ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে শেয়ার দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬২টি এবং অপরিবর্তিত থাকে ১৮টির দর। এদিকে সপ্তাহজুড়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৯ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৪৩১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৩৫৪ টাকার। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৯২৩ টাকা কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫১ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ২৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট এবং সিএসআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫১৪, ১ হাজার ২৬৬ এবং ১ হাজার ১৩৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২৭ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৯০ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার হাত বদল হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২৩০টি এবং দর অপরিবর্তিত থাকে ১৭টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর