মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এইচএসসি/সমমান পরীক্ষায় রংপুরের কেন্দ্রগুলোতে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। গতকাল পরীক্ষার প্রথম দিনে কালবৈশাখী ঝড়ের তা বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশির ভাগ পরীক্ষা কেন্দ্রেই এই চিত্র দেখা গেছে। জানা গেছে, আগের রাতের কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে রংপুরের সবগুলো ফিডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিঁড়ে গেছে। এসব কারণে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়। গতকাল সকালে রংপুর নগরীর শালবন এলাকার সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা মোমবাতি হাতে কেন্দ্রে প্রবেশ করছেন। কয়েকজন শিক্ষার্থী জানান, বিদ্যুৎ বিভ্রাটের ও আলো স্বল্পতার কারণে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা। অন্যদিকে সচেতন অভিভাবকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের উদাসীনতা এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্ববানদের আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরকারি বেগম রোকেয়া কলেজ অধ্যক্ষ মোবাখখারুল ইসলাম জানান, নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। এতে তাদের ভীষণ সমস্যা হচ্ছে।

রংপুর বিভাগের আট জেলার ১৯৯টি কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৫৬ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ১৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া রংপুর জেলায় আলিম ১০টি কেন্দ্রে ১৯৩২ জন এইচএসসি (বিএম) ১৭টি কেন্দ্রে ৮৬৪২ জন এবং এইচএসসি (বিজনেস স্টাডিজ ও ভোকেশনাল) দুটি কেন্দ্রে ২১২ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর