বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়ায় ১০ টাকা কেজি মূল্যের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাড়ে ১১শ কেজি চাল। এ ঘটনায় গতকাল কামারগাতি পুলিশ ক্যাম্প ইনচার্জ আবদুল হাকিম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা করেছেন।

আটককৃতরা হচ্ছেন- কামারগাতি গ্রামের নূরুজ্জামান, আবদুল করিম শেখ, আকমান সরদার ও লাখোহাটি গ্রামের কামরুল গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে চালের ডিলার ও বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর  রউফ গাজীর বাড়ি থেকে সাড়ে ১১শ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ৯০ বস্তা চালসহ ডিলার পয়েন্টটি সিলগালা করে দেন। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর