Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ মে, ২০১৯ ২২:৫৬

সৎ মা ভেঙে দিল শিশুর হাত পা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সৎ মা ভেঙে দিল শিশুর হাত পা

সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে মো. আয়ান নামে এক বছরের এক শিশু। অমানুষিক নির্যাতনে ওই শিশুর দুই হাত ও এক পা ভেঙে গেছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। গতকাল বিকাল ৫টা পর্যন্ত ওই শিশু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আহত শিশুটির বাবার নাম মোহাম্মদ হাসান। তিনি নগরীর পতেঙ্গা সৈকত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। ওই এলাকাতেই তিনি বসবাস করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু আইসিইউর সিএ ডা. মিশু তালকুদার বলেন, গত ১২ মে শিশু আয়ানকে হাসপাতালে আনা হয়। দুই হাত ও বাম পা ভাঙা, মাথা ফাটা, শরীরে রয়েছে বেশ আছাড়ের রক্তাক্ত দাগ। আঘাতজনিত কারণে শিশুর অবস্থা এমন হয়েছে বলে ধারণা করা হয়েছে।

ডা. মিশু বলেন, শুরু থেকেই ওই শিশুর বাবা ও সৎ মা অসংগতিপূর্ণ আচরণ করছে। এখানে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তারা শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর