শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জটিলতা কাটেনি কয়লা আমদানির

ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জটিলতা কাটেনি কয়লা আমদানির

মেঘালয়ের খনিগুলো থেকে কয়লা উত্তোলনের অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু এ অনুমতিতেও আশার আলো দেখছেন না বাংলাদেশের আমদানিকারকরা। কয়লা উত্তোলন ও রপ্তানির ক্ষেত্রে কয়েকটি শর্তজুড়ে দিয়েছে সে দেশের আদালত। শর্তগুলো পূরণ করে মেঘালয় সরকারকে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়েই কয়লা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের আমদানিকারকদের আটকা পড়া প্রায় শত কোটি টাকার লেটার অব ক্রেডিট (এলসি) নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে আপাতত তার কোনো সুরাহা হচ্ছে না। ফলে আমদানিকারকদের এখন তাকিয়ে থাকতে হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকেই। চার মাস বন্ধ থাকার পর গত ১৭ মে ভারতীয়   সুপ্রিম কোর্ট মেঘালয় রাজ্যের খনিগুলো থেকে শুধু উত্তোলিত কয়লা ৩১ মে পর্যন্ত রপ্তানির অনুমতি দেয়। এ আদেশের পরিপ্রেক্ষিতে ২২ মে থেকে সুনামগঞ্জের বড়ছড়া ও বাগলী সীমান্ত দিয়ে কয়লা আমদানি শুরু হয়। ৩১ মের পর ফের বন্ধ হয়ে যায় আমদানি।

সর্বশেষ খবর