বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খুলনা আওয়ামী লীগে বিতর্কিত কেউ সদস্য হতে পারবে না

মহানগর কমিটির বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘খুলনায় কোনো মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও নারী-শিশু নির্যাতনকারী বিতর্কিত কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, তৃণমূলে দলকে শক্তিশালী করতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলাদেশে উদযাপন করা হবে। সে কারণে কোনো ধরনের বিতর্কিত ব্যক্তিকে দলের সদস্য টিকিট দেওয়া হবে না। সভায় ৩৬নং ওয়ার্ডে সাধারণ সম্পাদকের মামলার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ দিনের                মধ্যে তদন্ত করে দফতরে প্রতিবেদন জমা প্রদানের সিদ্ধান্ত হয়। কেসিসির ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুল ইসলাম লিটনের পদত্যাগপত্র গ্রহণ সদস্য টিকিট প্রদানের সিদ্ধান্ত হয়। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, বেগ লিয়াকত আলী, অ্যাডভোকেট রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, মো. আশরাফুল ইসলাম, আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

 

 

সর্বশেষ খবর