বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুরোধে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পার্লামেন্ট মেম্বারস ক্লাব গতকাল সংসদ সচিবালয়ে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এক হাজার মশারি বিতরণ করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কার্যক্রমের উদ্বোধন করেন এবং ১৭ জনের মধ্যে মশারি বিতরণ করেন। পরে তাদের মধ্যে এক হাজার মশারি বিতরণ করা হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, সারা দেশের মতো জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে ডেঙ্গু চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মেডিকেল সেন্টারে ১০০টি ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহ করা হয়েছে। ঈদের ছুটিতেও চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা থাকবে। পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী।

 বক্তব্য রাখেন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, হুইপ ইকবালুর রহিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর