Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১১ আগস্ট, ২০১৯ ০০:১৬

গ্রামের বাড়িতে ঈদ করবেন যেসব হেভিওয়েট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রামের বাড়িতে ঈদ করবেন যেসব হেভিওয়েট

নির্বাচনী এলাকায় এবার ঈদ করবেন চট্টগ্রামের হেভিওয়েট রাজনীতিবিদরা। ঈদের দিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সিনিয়র নেতাদের কেউ কেউ ঈদ পুনর্মিলনীরও আয়োজন করেছেন অন্যান্য বছরের মতো। জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনীয়ার গ্রামের বাড়িতে এবার ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গ্রামের বাড়ি আনোয়ারায় ঈদ উদযাপন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। একইভাবে দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়                করে ঈদের দিন অতিবাহিত করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবার ঈদ উদযাপন করবেন নির্বাচনী এলাকা মীরসরাইয়ে। আরেক সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবীদ আনিসুল ইসলাম মাহমুদ ঈদ উদযাপন ও শুভেচ্ছা বিনিময় করবেন গ্রামের বাড়ি হাটহাজারীতে। গ্রামের বাড়ি পটিয়াতে ঈদ উদযাপন করবেন সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী। একইভাবে গ্রামের বাড়ি ও নির্বাচনী এলাকায় ঈদ ও শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলালসহ বিএনপির শীর্ষ নেতারা।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রত্যেক বছরের মতো এবারও গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করব। ঈদের দিন নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে চট্টগ্রামের থাকব। বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল বলেন, আমরা চট্টগ্রামেই ঈদ উদযাপন করব দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর