শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আইসিসিবিতে চার আন্তর্জাতিক প্রদর্শনী

পোশাক ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও এর প্রযুক্তিসামগ্রী নিয়ে বিশাল পরিসরে চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকায়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) গত বুধবার শুরু হওয়া এ প্রদর্শনী ঘিরে ব্যাপক আগ্রহী স্থানীয় পোশাক ব্যবসায়ীরা। গতকাল এ প্রদর্শনীতে এসে বিভিন্ন দেশি-বিদেশি স্টলে ঘুরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পোশাক তৈরির জন্য ব্যবহৃত আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সম্পর্কে খোঁজখবর নিতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীদের এ আগ্রহে খুশি প্রদর্শনীতে অংশ নেওয়া দেশি-বিদেশি অংশগ্রহণকারীরাও। মূলত এ প্রদর্শনীতে পোশাক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স ও গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটির আয়োজন উপলক্ষে আইসিসিবির বিশাল হলগুলো ছাড়াও প্রদর্শনীস্থলে অস্থায়ী বেশ কয়েকটি টেন্ট বানানো হয়েছে। সব মিলিয়ে ১০টি হলে ২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান নিজেদের পণ্যসামগ্রীর প্রদর্শন করছে। সরেজমিন প্রদর্শনীস্থল ঘুরে দেখা যায়, অংশগ্রহণকারীরা প্রদর্শনীতে গার্মেন্টে ব্যবহৃত সুতা, সেলাই মেশিন, স্বয়ংক্রিয় কাটিং মেশিন, আয়রন মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করছেন। মেলায় দেশি-বিদেশি অংশগ্রহণকারীর পাশাপাশি ছিল উল্লেখযোগ্যসংখ্যক দেশি-বিদেশি দর্শক। দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজিজ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের স্টলে দেখা যায়, ডায়িং মেশিন, বিভিন্ন পণ্য বহনের ট্রলি, হিট এক্সচেঞ্জার, মিক্সচার ট্যাংক, ইন্ডাস্ট্রিয়াল র‌্যাক, কাটিং রিলাক্সজেশন র‌্যাক, হাইড্রো এক্সটেকটারসহ গার্মেন্টে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে দেশের গার্মেন্ট শিল্পে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে আসছি। এ ধরনের মেলায় এর আগেও আমরা বেশ কয়েকবার অংশ নিয়েছি। আগ্রহীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’

প্রদর্শনী দেখতে আসা বেশ কয়েকজন তরুণ গার্মেন্ট ব্যবসায়ী জানান, দেশের পোশাক খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হলে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ব্যবসায়ীরা জানান, ‘প্রদর্শনীতে অংশ নেওয়া বাইরের দেশগুলোর আধুনিক প্রযুক্তি সম্পর্কে আমরা যেমন জানতে পারছি আবার আমাদের বিভিন্ন পণ্য সম্পর্কেও আগ্রহীদের বিস্তারিত জানানোর সুযোগ পাচ্ছি।’

প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানির আধুনিক সেলাই মেশিন প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে আছে তাইওয়ানের সিরুবা ও চীনের জ্যাক ব্র্যান্ডের মতো ডিজিটাল সেলাই মেশিন। উচ্চগতিসম্পন্ন এ মেশিনগুলো সহজে ব্যবহার করা যায় আর এগুলোর রয়েছে মাল্টি ফাংশন।

এ ছাড়া ইউনাইটেড ট্রেডিংয়ের স্টলে প্রদর্শিত হচ্ছে ইলেকট্রনিক আইলেট বাটন হোল মেশিন, লে গোল্ড ইলাস্টিক জয়েনিং মেশিন, অটোম্যাটিক রিব কাটিং মেশিন, আয়রন উইথ টেবিল মেশিনসহ বিভিন্ন গার্মেন্ট অ্যাক্সেসরিজ। পিমা বাংলাদেশের স্টলে ডিজিটাল টেক্সটাইল ময়েশ্চার মিটার মেশিন, মলিকুলার সিভ, অ্যাকটিভেটেড কার্বন ওডর বা অ্যান্টি স্মেলের মতো পণ্য প্রদর্শিত হচ্ছে।

আগামীকাল এ প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর