‘প্রবৃদ্ধির জন্য অংশীদার’ স্লোগানে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ভারতীয় প্রকৌশল প্রদর্শনী (ইন্ডি বাংলাদেশ ২০২০)। প্রদর্শনীতে শতাধিক শীর্ষস্থানীয় ভারতীয় প্রতিষ্ঠান ছাড়াও বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্য তুলে ধরছে। গতকাল আইসিসিবি’র গুলনকশা হলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ, ভারতের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থার (ইইপিসি) চেয়ারম্যান রভি সেহগাল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, ইইপিসি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মহেশ কে দেশাই, সংস্থাটির নির্বাহী পরিচালক সুরঞ্জন গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন। ইইপিসি এ প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজনে ভারতীয় হাইকমিশন ছাড়াও সহযোগিতা করছে এফবিসিসিআই, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ) এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস মেন্যুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ)। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগের সবগুলো নির্দেশক ইতিবাচক হওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন আকর্ষণীয় নাম। ভারতের বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে। বর্তমানে এখানে ভারতীয় বিনিয়োগ ৩ দশমিক ১১ বিলিয়ন ডলার। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সেখানকার বেসরকারি খাতের সঙ্গে অনেকগুলো বিনিয়োগ চুক্তি সই হয়। এতে অদূর ভবিষ্যতে ভারতীয় বিনিয়োগ ৯ বিলিয়ন ছাড়াবে বলে আশা করি। ভারতীয় বিনিয়োগ বাংলাদেশ থেকে ভারতে বহমুখী পণ্য রপ্তানিতে সহায়তা করবে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতিও কমবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। ২০৪১ সালে উন্নত বিশ্বের কাতারে দাঁড়ানোর লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমার বিশ্বাস ইন্ডি বাংলাদেশ ২০২০ দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ, যৌথ প্রকল্প বাস্তবায়ন ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রযুক্তি বিনিময়ে সহায়তা করবে। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশের বিস্ময়কর অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটিকে বাণিজ্য ও বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানীয়। এ খাতে মেশিনারিজ সরবরাহের সুযোগ রয়েছে ভারতের। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ বন্ধু হিসেবে ভারত সবসময় পাশে আছে। প্রদর্শনী ২৪ জানুয়ারি পর্যন্ত আইসিসিবি’র গুলনকশা ও পুষ্পগুচ্ছ হলে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বসুন্ধরায় ভারতীয় প্রকৌশল প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর