শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সপ্তাহজুড়েই দরপতনে কাটল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়েই দরপতনে কাটল শেয়ারবাজার

সপ্তাহের শেষদিনে গতকালও দরপতন হয়েছে। সপ্তাহজুড়েই দরপতনের মধ্যে ছিল শেয়ারবাজার। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭০ পয়েন্টে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের লেনদেনে দেখা গেছে, সূচক কমেছে তিন দিন, বেড়েছে দুই দিন। দুই দিনে বেড়েছে ৩২ পয়েন্ট, বিপরীতে কমেছে ৭৪ পয়েন্ট। গতকাল লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৫টির এবং ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮৯ পয়েন্টে। হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। সিএসইতে ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রিং সাইন এমডির কাজে যোগদান : সব গুজবের অবসান ঘটিয়ে বাংলাদেশে কাজে যোগদান করেছেন রিং সাইন টেক্সটাইলের বিদেশি পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুং ওয়ে মিন।  গত ১০-১২ দিন ধরে রিং সাইনের আইপিও ফান্ড আত্মসাৎ নিয়ে শেয়ারবাজারে নানা ধরনের গুজব ছিল। শোনা যাচ্ছিল কোম্পানিটির বিদেশি পরিচালকরা আইপিওতে সংগৃহীত ১৫০ কোটি টাকার মধ্যে ৯০ কোটি টাকা তুলে নিয়ে বিদেশ চলে গেছেন ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর