মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে কোন কর্তৃত্ববলে তিনি অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। গতকাল রিটের আংশিক শুনানি শেষে ২৩ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ঠিক করেছে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, গত ২৭ জানুয়ারি তিনি এ রিট করেছেন। ১৬ ফেব্রুয়ারি আদালতে শুনানি হয়েছে। পরবর্তী শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত। তিনি জানান, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা বলা হয়েছে। কিন্তু অ্যাটর্নি জেনারেল টানা ১১ বছর ধরে তার পদে বহাল আছেন। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করা হয়েছে।
৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করবেন। ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন।