মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেরা ১০ ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাট দাতা হিসেবে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। প্রতি বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে এই ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ বছর বাণিজ্য মেলায় সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানগুলোর হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআর সদস্য (ভ্যাট নীতি) মো. মাসুদ সাদিক। এতে সভাপতিত্ব করেন ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান। আরও বক্তব্য দেন- সম্মাননা পাওয়া ওয়ালটন হাইটেক ইন্ডা. লিমিটেডের পরিচালক এস এম রেজাউল আলম ও সারা লাইফ স্টাইল লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমান। অনুষ্ঠানে সেরা ১০ ভ্যাট দাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম রেজাউল আলম, এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, সারা লাইফ স্টাইল লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমান, র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাণ আরএফএল, ফিট এলিগেন্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড, মেসার্স ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এবং বংগ বেকারস লিমিটেড।

৫% হারে এই মেলা থেকে মোট ৬ কোটি ৪৭ লাখ টাকা ভ্যাট আদায় করেছে সরকার।

ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান বলেন, সম্মাননা পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠান অটোমেশন পদ্ধতিতে ভ্যাটের হিসাব সংরক্ষণ করেছে। তারা সঠিক পরিমাণ ভ্যাট পরিশোধ করেছে।

সর্বশেষ খবর