মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল উভয় শেয়ারবাজারে সব সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনও সূচকের পতন হয়েছিল। দুই দিনে ডিএসইতে সূচক কমেছে ৮৩ পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫১ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৬০০ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দর বেড়েছে, কমেছে ২০১টি এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮০ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। ডিএসইর নতুন চেয়ারম্যান ইউনুসুর রহমান : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান ডিএসই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ডিএসইর ৯৫১তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনুসুর রহমান সর্বশেষ যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে ‘বিজনেস ফাইন্যান্স ফর পুওর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে খ কালীন সিনিয়র পলিসি অ্যাডভাইজার ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর