শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে অপরাধ কমেছে তবুও ব্যস্ত পুলিশ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

করোনাভাইরাসের প্রভাব পড়েছে অপরাধ কর্মকান্ডে। এ কারণে কিছু কিছু অপরাধ কয়েক মাসের তুলনায় কমেছে। সার্বিক অপরাধ তুলনামূলকভাবে কমলেও বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা। জানা গেছে, পুলিশকে প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, টহল বৃদ্ধিসহ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। সিএমপির কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভালো। তারপরও পুলিশকে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে রাত-দিন কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’  চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল ইসলাম বলেন, ‘বিশাল এলাকা নিয়ে চট্টগ্রাম জেলা গঠিত। এখানে প্রচুর প্রবাসী রয়েছে। বিদেশ থেকে আসা অনেক প্রবাসী কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও গণজমায়েত ঠেকাতে বিরামহীন কাজ করতে হচ্ছে পুলিশকে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, বাংলাদেশে করোনাভাইরাস রোগী চিহ্নিত হওয়ার পর থেকেই তুলনামূলকভাবে কমে আসছে কিছু অপরাধ। চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, মারামারি ঘটনা কমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর