শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগকবলিত এলাকার মানুষের সেবায় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-কে প্রতিষ্ঠান হিসেবে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সিপিপির স্বেচ্ছাসবীদের সামাজিক দুর্যোগ অর্থাৎ মাদকাসক্ত, নেশাগ্রস্ত, মাদক ব্যবসায়ী, সামাজিক অবক্ষয়, ইভ টিজিং ইত্যাদি মোকাবিলার লক্ষ্যে গৃহীত কর্মসূচিতে অন্তর্ভুক্ত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এ কর্মসূচিতে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর