চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। এবারের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশির ভাগ রয়েছেন ব্যবসায়ীর পাশাপাশি স্বশিক্ষিত এবং অক্ষরজ্ঞানহীনরা। হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। আর এই হলফনামাই এখন ভোটারদের মুখে মুখে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে, চসিক নির্বাচনের সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে বেশির ভাগই ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতায় বড় অংশ হচ্ছে স্বশিক্ষিত-অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও রয়েছে একাধিক স্বশিক্ষিত। তবে পিএইচডি ডিগ্রিধারী, চিকিৎসকও লড়ছেন কাউন্সিলর পদে। মনোনয়ন প্রত্যাহার শেষে সর্বশেষ ১৭২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রায় ৯৫ জনই ব্যবসায়ী। এবার নারী কাউন্সিলর পদে লড়ছেন ৫৭ জন। এর মধ্যে ২০ জন স্বশিক্ষিত ও স্কুলের গন্ডি পেরোতে পারেননি। এখানে মহিলাদের মধ্যেও রয়েছেন এমফিল ডিগ্রিধারী প্রার্থী। নগরীর ৪১ সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১৭২ জন। এর মধ্যে ৯৫ জনের পেশা ব্যবসা। তারা ঠিকাদার, স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, স্নাতক ডিগ্রিধারী, কমিশন এজেন্ট, বাড়িভাড়া থেকে চলেন। ১০ নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ শিক্ষাগত যোগ্যতা পিএইচডি লিখেছেন। এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক রয়েছেন একজন। তিনি হচ্ছেন ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের প্রার্থী ডা. মো. নিয়াজ মোরশেদ। নারী কাউন্সিলর : সংরক্ষিত ১৪ ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী রয়েছেন। নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ২০ জন হচ্ছেন স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। রয়েছেন এসএসসি, এইচএসসি, স্বাতক, স্নাতকোত্তর এবং এমফিল ডিগ্রিধারী প্রার্থীও। সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিবি মরিয়ম শিক্ষাগত যোগ্যতা লিখেছেন এমফিল (অর্থনীতি)। আগ্রাবাদ মহিলা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক। নারী প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছেন গৃহিণী। সংরক্ষিত কাউন্সিলর ৫৭ জনের মধ্যে ১৫ জনই হচ্ছেন গৃহিণী। নারীদের মধ্যে ব্যবসায়ী প্রার্থীও কম নন। রয়েছেন ঘর ভাড়া থেকে আয় দেখিয়ে প্রার্থী, সমাজকর্মী, অন্যান্য পেশাজীবী এবং নারী প্রার্থীদের মধ্যে অনেকেই পেশা উল্লেখ করেননি হলফনামায়।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার