সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পরিবহনে ভাড়া ডাকাতির উৎসব চলছে : যাত্রীকল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের নামে ভাড়া ডাকাতির মহোৎসব শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর ফলে করোনায় সংকটাপন্ন নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, লকডাউনের ঘোষণা আসার পর থেকে দেশে বাসটার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপ বাড়তে থাকে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে অর্ধেক যাত্রী পরিবহনের শর্ত ছিল। কিন্তু সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে দূরপাল্লার যাত্রাপথে অধিকাংশ গণপরিবহনে দ্বিগুণ ভাড়া নিয়ে যত সিট তত যাত্রী বহন করায় দেশের যাত্রীসাধারণ ভাড়া ডাকাতির শিকার হচ্ছে। গণপরিবহন মালিকরা সরকারি তালিকার পরিবর্তে তাদের নির্ধারিত আগের ভাড়ার ওপর ১০০ শতাংশ যোগ করে ভাড়া আদায় করে।

 এই ভাড়া কোথাও কোথাও সরকার নির্ধারিত ভাড়ার ১৮০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। সাধারণ মানুষের ওপর গণপরিবহনগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের এই জুলুম থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর