রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা
ছাত্র সংগঠনগুলোর হুঁশিয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনসমূহ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল পৃথক কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেয় সংগঠনগুলো। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ ও কবি নজরুল কলেজের নেতারা। সমাবেশে ১২ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন ফজলুল রহমান খোকন। এদিকে বিকালে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা প্রদান ও স্বাস্থ্যবীমা নিশ্চিতসহ তিন দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাসবিরোধী সমাবেশ করে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। পরে একটি মিছিল ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

 সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন প্রমুখ। সমাবেশে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী যুব আন্দোলনের বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর