রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধির হঠকারী চিন্তা ত্যাগ করা চাই

নিজস্ব প্রতিবেদক

কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধির হঠকারী চিন্তা ত্যাগ করা চাই

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, চলতি অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত আয়ের মোড়কে ঢালাওভাবে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ রাখা হয়েছিল। প্রস্তাবিত বাজেটে ওই সুযোগ না বাড়ানোয় সৎ করদাতারা সাময়িক স্বস্তির মধ্যে ছিলেন। কিন্তু অর্থমন্ত্রী বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনের বক্তব্যে বলেছেন, এক মাস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হবে কি না। অর্থমন্ত্রী হঠকারী এমন সিদ্ধান্ত থেকে সরে এসে শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং দুর্নীতিসহায়ক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক সুবিধাটি আর না বাড়িয়ে দুর্নীতিবাজদের একটি কঠোর বার্তা দেবেন বলে আশা করি।

গতকাল এক বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে কালো টাকা সাদা করা নিয়ে কোনো ঘোষণা না থাকায় টিআইবি সাধুুবাদ জানিয়েছিল। কিন্তু সংসদে উপস্থাপনের পরদিনই তারই একটি সিদ্ধান্ত নিয়ে অর্থমন্ত্রীর সংশয় এবং বাস্তবে ইউ-টার্ন সত্যিই অবাক করার মতো। কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থরক্ষায় বা চাপে সিদ্ধান্ত পরিবর্তন করার আভাস দেওয়া হয়েছে? সরকার কি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না? তিনি বলেন, এর আগে ‘যত দিন অপ্রদর্শিত আয়, তত দিন ঘোষণার সুযোগ’ মর্মে দেওয়া বক্তব্য তথ্য-উপাত্ত দ্বারা সমর্থিত ছিল না। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেকর্ড ১৪ হাজার কোটি টাকার বেশি অর্থ বৈধ করার ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর একটি প্রচেষ্টা শুরু থেকেই ছিল। অন্যায় এ সুবিধার পক্ষে সে ঢালটি এখন ব্যবহার করতে চাওয়া হচ্ছে, এটা কাম্য হতে পারে না। সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং স্বার্থান্বেষী অনৈতিক চাপ উপেক্ষা করে কালো টাকা বৈধ করার সুযোগ প্রদান না করতে সরকারের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় যত দ্রুত হবে, দেশের অর্থনীতির কাক্সিক্ষত সুশাসনও তত ত্বরান্বিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর