শিরোনাম
সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয় দেখতে বলেছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছে হাই কোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছে আদালত। গতকাল লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করার বিষয়টি বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তখন আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলে, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগষ্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এ শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলেন। এ সময় বিষয়টি নজরে আনা আইনজীবী জাহাঙ্গীর আলমকেও শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদন করতে বলে আদালত। এ বিষয়ে ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়টি মৌখিকভাবে আদালতের নজরে আনা হয়। আদালত বলছে, বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর