মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

রুয়েটের গবেষণার ফল কাগজেই

কোটি টাকা ব্যয়ের উদ্ভাবনগুলো প্যাকেটবন্দী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনা রোগীদের চিকিৎসায় সংকট দেখা দেয় ভেন্টিলেশনের। তখন কম খরচে চালানো সম্ভব এমন একটি ভেন্টিলেটর আবিষ্কার করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ‘দুর্বার কাণ্ডারি’ নামে একটি গবেষক দল। সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পরীক্ষামূলকভাবে ব্যবহারও হয়। তবে ভেন্টিলেটরটি আর ব্যবহারের উদ্যোগ নেয়নি কেউ। এখন এটি পড়ে আছে এক গবেষকের বাড়িতে। একই সময়ে রুয়েটের আরেকটি গবেষক দল ‘ক্যাপ্টেন ডা. সিতারা বেগম’ নামে একটি বিশেষায়িত রোবট উদ্ভাবন করে। কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক সশরীরে না গিয়ে এই রোবটের মাধ্যমে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, রোগীর শরীরের তাপমাত্রা মাপা ও ওষুধ দেওয়ার মতো কাজ করতে সক্ষম।

এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক দেখানোর কাজ করতে সক্ষম এই রোবট। কিন্তু ওই রোবটটির ব্যবহারের উদ্যোগ বেশি দূর এগোতে পারেনি। এখন পর্যন্ত কোনো  কাজেই আসেনি এই উদ্ভাবন। এটিও এখন পড়ে আছে এক গবেষকের বাড়িতে।

সর্বশেষ খবর