রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
কালের কণ্ঠ-ব্র্যাক গোলটেবিল আলোচনা

২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত হওয়া নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি নানামুখী পদক্ষেপের কারণে ২০০৮ সালের তুলনায় দেশে ম্যালেরিয়া সংক্রমণ ৯৩ শতাংশ ও মৃত্যু ৯৪ শতাংশ কমলেও কভিড মহামারীসহ নানামুখী প্রতিবন্ধকতার কারণে ২০৩০ সালের মধ্যে দেশকে ম্যালেরিয়ামুক্ত করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।  গতকাল কালের কণ্ঠ ও ব্র্যাকের যৌথ আয়োজনে এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, দেশকে ম্যালেরিয়ামুক্ত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ চলমান কভিড-১৯ মহামারী। শুধু করোনায় মনোযোগ দিতে গিয়ে ম্যালেরিয়া বা অন্যান্য রোগের দিকে নজর কমে যাচ্ছে। প্রচুর টাকা খরচ হচ্ছে করোনা মোকাবিলায়। যদিও আগের চেয়ে ম্যালেরিয়ার সমস্যা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে কিছু জেলায় একেবারে নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু দেশের অনেক ম্যালেরিয়া রোগী এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াত করায় ম্যালেরিয়া সর্বত্র ছড়িয়ে পড়ছে। চলমান করোনা পরিস্থিতিতে দেশের পার্বত্য অঞ্চলে মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। যদিও কভিড পরিস্থিতির মধ্যেও ম্যালেরিয়া নির্মূল কার্যক্রম চলমান আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্লোবাল ফান্ড। এ ফান্ড সংকটে পড়লে কার্যক্রম ব্যাহত হতে পারে। তখন ২০৩০ সালের মধ্যে দেশকে ম্যালেরিয়ামুক্ত করা কঠিন হবে। কালের কণ্ঠ সম্পাদক ও ইস্টওয়েস্ট মিডিয়া লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক (কমিউনিকেবল ডিজিজ ও ওয়াস কর্মসূচি) ড. আকরামুল ইসলাম।

আলোচনা করেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ, কীটতত্ত্ববিদ ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহবুবার রহমান, স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী ড. মোহাম্মদ শফিউল আলম, ব্র্যাকের ম্যালেরিয়া কার্যক্রমের প্রধান ডা. শায়েলা ইসলাম, কক্সবাজারের বেসরকারি সংস্থা একলাবের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর