সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সন্ত্রাসীদের বাংলাবাজার ঘাট ইজারা

কর্ণফুলীতে সাম্পান মাঝিদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ের যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছেন সাম্পান মাঝিরা (ইঞ্জিনচালিত নৌকাচালক)। গতকাল সকাল থেকে তারা সাম্পান চালানো বন্ধ রেখেছেন। হঠাৎ করে সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পোশাকশিল্পের শ্রমিক, সবজি চাষি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এই নৌপথে প্রতিদিন প্রায় ৩ হাজার যাত্রী পারাপার হয়। মাঝিদের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এটি নিয়ে সিটি মেয়রকে ১৫ দিন আগে অভিযোগ দেওয়া হয়। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাম্পান মাঝিরা ধর্মঘটের ডাক দিয়েছেন। নিয়ম মতে, চসিক ইজারা না দিলে একজন উপযুক্ত কর্মকর্তার মাধ্যমে জনপ্রতি ২ টাকা করে টোল আদায় করার কথা। কিন্তু চসিক তা না করে স্থানীয় লোক দিয়ে টোল আদায় করছে। কর্ণফুলী নদীর বাংলাবাজার সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, ‘কর্ণফুলীতে ঘাটগুলো চসিক ইজারা দেয়, মাঝিরা নেয়। মাঝিরা যাত্রীপ্রতি ২ টাকা করে চসিকের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে ১ টাকা করে চসিককে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর