বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্যাসের আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়দাবাদে গ্যাসের আগুনের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে। গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রিপন জমাদার (৪০) ও আবুল কালামের (৫০) মৃত্যু হয়। আগুনে রিপনের শরীরের ৬০ শতাংশ আর  আবুল কালামের ৮০ শতাংশ দগ্ধ হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধ ৬ জনের মধ্যে এখন দুজন চিকিৎসাধীন রয়েছেন। প্রথমদিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত ১৪ নভেম্বর বিকালে  বিশ্বনাথ দত্ত নামে একজন মারা যান। 

জানা গেছে, মারা যাওয়া রিপন ভোলার মৃত আলী হোসেন জমাদারে ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন। থাকতেন সায়দাবাদ এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। আবুল কালাম ঢাকার ধামরাইয়ের মৃত অনির উদ্দিনের ছেলে। পরিবার নিয়ে থাকতেন জুরাইন এলাকায়। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। এক ছেলে এক মেয়ের বাবা তিনি। তার স্ত্রীর নাম রিনা বেগম। গত ১৩ নভেম্বর সায়দাবাদ জনপদ মোড়ে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। 

সর্বশেষ খবর