শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্বালানিতে ভর্তুকি দিতে হলে সরকারকে দিতে হবে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জ্বালানি খাতে ভর্তুকি দিতে হলে সরকারকে তা দিতে হবে। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকে সবকিছুর দামই অস্বাভাবিক হারে বাড়ছে। বাসসহ সব ধরনের যানবাহনে বর্ধিত ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে সাধারণ মানুষ দিশাহারা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জ্বালানির মূল্যবৃদ্ধির সমর্থনে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি হতাশ। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, দেশের একজন সর্বোচ্চ ব্যক্তি হয়েও প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ভালো কোনো বার্তা দিতে পারলেন না। তিনি বলেন, জনগণের সুবিধা-অসুবিধা দেখা রাষ্ট্রের দায়িত্ব। ভর্তুকি দিতে হলে দিতে হবে। তিনি বলেন, সব সেক্টরের দুর্নীতি বন্ধ করতে পারলে কোনো কিছুর দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

সবকিছুর ঊর্ধ্বে উঠে সরকারকে সাধারণ মানুষের কথা ভেবে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে হবে এবং তেলের বর্ধিত মূল্যের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর