বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘বসুন্ধরা গ্রুপ হামাক কম্বল দিল আল্লাহ ওমাক ভালো রাখুক’

নীলফামারী প্রতিনিধি

‘বসুন্ধরা গ্রুপ হামাক কম্বল দিল আল্লাহ ওমাক ভালো রাখুক’

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ৪০০ হতদরিদ্র শীতার্তকে কম্বল দেওয়া হয়েছে।

এ সময় সৈয়দপুর শহরের কাজীপাড়া মহল্লার ষাটোর্ধ্ব মাছিরুন নেছা বলেন, ‘বসুন্ধরা গ্রুপ হামাক কম্বল দিল, আল্লাহ ওমাক ভালো রাখুক। খুব ঠাণ্ডা লাগছে বাপ, কম্বলটা পেয়া উপকার হইলো। হামরা গরিব মানুষ, হামার কিছুই নাই, শীতোত কম্বল গাত দিয়া দোয়া করমো। আল্লাহ তোমাক ভালো করবে বাহে।’

সকাল ১০টায় কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী ও উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান প্রমুখ। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী কদমতলী এলকার বৃদ্ধ অনিল চন্দ বলেন, ‘ছাওয়া নিয়া শীতোত খুব কষ্ঠত আছিনো, কম্বলখান প্যায়া ভালোই হইলো বাহে। আল্লায় ওমাক ভালো করিবে।’ ‘আমরা গরিব মানুষ, কাপড় কিনতে পারি না, যে ঠাণ্ডা পড়েছে বাঁচা দায়। আল্লাহ তোমাক ভালো করবে বাহে।’ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রতি বছর শীতার্ত মানুষকে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন। সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এ সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর