রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা
সাব-রেজিস্ট্রারদের আইনমন্ত্রী

জনগণের সেবা নিশ্চিত করুন

নিজস্ব প্রতিবেদক

জনগণের সেবা নিশ্চিত করুন

জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সাব-রেজিস্ট্রারদেরও খাপ খাইয়ে চলতে হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআরএসএ’র সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরির্শক শহীদুল আলম ঝিনুক। স্বাগত বক্তব্য রাখেন বিআরএসএ’র মহাসচিব জাহিদ হোসেন। সাব-রেজিস্ট্রারদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আমরা চাই মামলা জট কমুক।

কিন্তু অনেক মামলার শুরু হয় জমি-জমা বিরোধ নিয়ে। এ বিরোধ কমানোর জন্য রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ডিজিটালাইজড করা হচ্ছে। সারা দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা সম্ভব হলে জনগণকে দ্রুত রেজিস্ট্রেশন সেবা দেওয়া সম্ভব হবে। সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধও কমবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর