বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে সোনার দোকানে চুরির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন নয়া বাজারের সুলতান চৌধুরী মার্কেটের বৈশাখী সাজ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা (মামলা নং ১৯/২২) দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে জুয়েলার্সের মালিক সেন্টু ধর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, নয়া বাজারের বৈশাখী সাজ জুয়েলার্সে চুরির ঘটনায় দোকানের মালিক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। আসামিদের গ্রেফতারে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর