রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৩ অক্টোবরের পর বন্ধ করোনার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক

টিকার মেয়াদ শেষ হয়ে আসায় আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কার্যক্রম চলবে। এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন চলবে বলেও জানিয়েছে অধিদফতর। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের টিকা নিতে হবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ নেওয়া যাবে না। এ ছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও টিকা পাবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনো করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর