বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সংশোধিত হচ্ছে শ্রম আইন

বাড়ছে আদালতের সংখ্যা সংশোধনী প্রস্তাব দিয়েছে ১৭ স্টেক হোল্ডার

নিজস্ব প্রতিবেদক

শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও শ্রম আদালতের পুঞ্জীভূত মামলা জট কমাতে কাজ করছে সরকার। এজন্য ২০১৮ সালে সংসদে পাসকৃত শ্রম আইন আবারও সংশোধিত হচ্ছে। বাড়ছে শ্রম আদালতের সংখ্যা। নতুন সাতটি শ্রম আদালতের বিচারক ও জনবল নিয়োগের প্রস্তাব রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনায়। আইন সংশোধনের জন্য এরমধ্যে ১৭টি স্টেক হোল্ডারদের কাছ থেকে সংশোধনী প্রস্তাব পেয়েছে শ্রম মন্ত্রণালয়।

সংসদ ভবনে গতকাল ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়।  বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন  রেজিস্ট্রেশনের হার বৃদ্ধি পেয়েছে। এখন অনলাইনেও রেজিস্ট্রেশন করার সুযোগ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অনলাইন ডাটাবেজ করা হয়েছে। এ ছাড়া এরমধ্যে ঝুঁকিপূর্ণ পেশার আটটি সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. নজরুল ইসলাম  চৌধুরী এবং শামসুন নাহার বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লায় এরমধ্যে নতুন তিনটি শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। ফলে বর্তমানে ১৩টি শ্রম আদালত রয়েছে। ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, বগুড়া, পাবনা ও নোয়াখালীতে আরও ৭টি শ্রম আদালত প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শ্রম অধিদফতরে কন্সিলিয়েশন এবং আর্বিট্রেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। এরমধ্যে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ জন কন্সিলিয়েটর নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অভিজ্ঞ আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে আর্বিট্রেটর প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিশুশ্রমের তালিকা হালনাগাদ করে ৪৩টি কাজকে ঝুঁকিপূর্ণ এবং ৮টি সেক্টরকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে ট্যানারি, রপ্তানিমুখী চামড়াজাত দ্রব্য ও পাদুকা শিল্প, জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ, সিল্ক, সিরামিক, কাঁচ, গার্মেন্টস শিল্প এবং চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর