রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তিতে আসনপ্রতি প্রার্থী ৩১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদন করেছেন ৩২ হাজার শিক্ষার্থী। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আসন প্রতি প্রার্থী ৩১ জন। গত ২৮ অক্টোবর রাতে আবেদনের কার্যক্রম শেষ হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। তিনি জানান, কুবির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৩২টি, কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ৭ হাজার ৯০৭টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় মেধা তালিকা প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ বছর দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর