রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বরিশালে বিএনপির গণসমাবেশের প্রচারণা চালাতে গিয়ে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগীয় গণসমাবেশের প্রচারণায় গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন শ্রমিক দলের নেতা-কর্মীরা। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গতকাল বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশে লোকসমাগম ঘটাতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক প্রচারণা চালাচ্ছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রচারণায় যায় শ্রমিক দলের নেতা-কর্মীরা। প্রচারণা শুরুর আগে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক দলের দুইদল নেতা-কর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে উত্তেজনার সৃষ্টি হলে মহানগর বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রচারণা চালান শ্রমিক দলের নেতা-কর্মীরা।

এ সময় তারা লিফলেট বিতরণ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে গণসমাবেশ সফল করার আহ্বান জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর