মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচন ঘিরে সরকার ও বিরোধীরা মুখোমুখি : ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং সরকারবিরোধীরা ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান করছে। উভয়পক্ষের মধ্যে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষ শুরু হলে জাতীয় জীবনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত ‘দেশে চলমান সংঘাতময় অবস্থার কারণ এবং এ থেকে বাঁচার উপায়’ শীর্ষক শান্তি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু জাফর মোহাম্মাদ সালেহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। সৈয়দ হুমায়ূন কবীর বলেন, ইতোমধ্যেই গ্যাস, বিদ্যুৎ ও তেল সংকট দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তিনি বলেন, গণতন্ত্রের নামে সরকার ও সরকারবিরোধীরা জাতীয় জীবনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সংঘাতময় রাজনীতির কারণে মানুষের জীবনে চরম অশান্তি দেখা দিয়েছে। রাজনীতির নামে  দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব চলছে। মানব রচিত ব্যবস্থায় মানুষ বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষের পথে চলছে। এ অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ দিতে পারে ইসলামী শাসনব্যবস্থা।

সংগঠনের দায়িত্বশীল নেতারা বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য মানুষের জীবনে বিপর্যয় অবস্থার সৃষ্টি করছে এবং ধর্মের নামেও সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে। দুর্নীতিবাজ নেতাদের নেতৃত্বে দুর্বলের ওপর শক্তিশালীর শোষণ ও জুলুম চলছে, ক্ষমতাসীনদের লুটপাট ও অরাজকতা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করছে। সংঘাতময় অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর