শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বরিশালে টোটাল ফিটনেস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দিনভর নানা আয়োজনে টোটাল ফিটনেস দিবস পালন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। র‌্যালি, মেডিটেশন, জীবনধর্মী আলোচনা, যোগব্যায়াম ও সচেতনতামূলক বুলেটিন বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে তারা। এ উপলক্ষ্যে গতকাল সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি র‌্যালি উদ্যানের চারপাশ প্রদক্ষিণ করে। পরে জীবনধর্মী আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা বজলুল হক, হাজী সালাহউদ্দিন এ এম জি কবির ভুলু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন, শেবাচিমের গাইনি বিভাগের অধ্যাপক ডা. হাওয়া আক্তার জাহান, ডা. সাবরিনা সুলতানা, বরিশাল সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল সারোয়ার, ঝালকাঠি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন, কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ। এ ছাড়া যোগব্যায়াম ও সচেতনতামূলক বুলেটিন বিতরণ করা হয়।

তারা বলেন, টোটাল ফিটনেসের চারটি শাখা। শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক। করোনাকালে মানুষের ফিটনেসের প্রতি আগ্রহ বহুগুণ বেড়েছে। ফিটনেস থাকলেই মানুষ ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে মেডিটেশন ও যোগব্যায়ামের বিকল্প  নেই। মেডিটেশন একজন মানুষকে আত্মিকভাবে শক্তিশালী করে। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার ফিটনেস দিবস পালন করছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর