বসুন্ধরা বিটুমিন সড়ক যোগাযোগসহ দেশে বৃহৎ অবকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে। এদিকে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বসুন্ধরা টেস্টিং ল্যাব সম্প্রসারণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির প্রকৌশলীরা। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ আহ্বান জানান। সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির তিন দিনব্যাপী আয়োজনে প্লাটিনাম স্পন্সর বসুন্ধরা বিটুমিন। বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড বসুন্ধরা বিটুমিন। কোম্পানিটি বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বিটুমিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে ৩২তম সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সহসভাপতি প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি প্রকৌশলী মো. আমান উল্লাহ, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের জেনারেল ম্যানেজার ও হেড অব প্লান্ট নাফিস ইমতিয়াজ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার বিন কবির, এজিএম ব্র্যান্ডিং সাইফুল ইসলাম রুবেল, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের হায়াত আল গাউস প্রমুখ। সভায় সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি ও সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, ‘বসুন্ধরার আধুনিক ল্যাব সারা দেশে ছড়িয়ে দিতে পারলে দেশের টেস্টিং ল্যাবের সমস্যার সমাধান হবে।’ সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতির আহ্বান ও প্রশ্নোত্তরে বসুন্ধরা বিটুমিনের জেনারেল ম্যানেজার ও হেড অব প্লান্ট নাফিস ইমতিয়াজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের টেস্টিং ল্যাবে ৭০টির বেশি পরীক্ষা করা যাচ্ছে। সেগুলো বিশ্বমানের। ইতোমধ্যে আমরা মোবাইল ল্যাব করার পরিকল্পনা হাতে নিয়েছি।’ দেশের সড়ক অবকাঠোমোয় বসুন্ধরা বিটুমিন উল্লেখযোগ্য অবদান রাখছে উল্লেখ করে নাফিস ইমতিয়াজ বলেন, ‘বঙ্গবন্ধু টানেলসহ দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোয় বসুন্ধরা বিটুমিন ব্যবহার হচ্ছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ভালো কাজ উপহার দিতে চায় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে।’ অনুষ্ঠানে নাফিস ইমতিয়াজ প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বসুন্ধরা বিটুমিনের কাজের একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন; যেখানে দেশের অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
শিরোনাম
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
- ভালুকায় বিএনপির আনন্দ মিছিল
- ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী
- এনভিডিয়া-অ্যাপলকে ছাড়িয়ে গেল অনলিফ্যানস
- মানুষ এবার ভোট দিতে পারবে: ইলিয়াসপত্নী লুনা
বসুন্ধরা টেস্টিং ল্যাব সম্প্রসারণ চান প্রকৌশলীরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর