খুলনা সিটি নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ। পাড়া-মহল্লায় উঠান বৈঠক, বর্ধিত সভার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে উদ্যোগী হয়েছেন শীর্ষ নেতারা। অন্যদিকে নির্বাচন বর্জন করলেও বিগত দিনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, কাউন্সিলরদের মধ্যে রয়েছে দ্বিধাবিভক্তি। এ অবস্থায় কর্মীদের চাঙা রাখতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করতে মাঠে নেমেছে বিএনপি। জানা যায়, আগামী সংসদ নির্বাচনের আগে খুলনা সিটি নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। পরপর দুটি নির্বাচন সামনে রেখে মাঠ দখলে রাখতে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন নেতা-কর্র্মীরা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি ও তদারকি কমিটি করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে গ্রহণযোগ্য নির্বাচনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও দলের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পেছনে আপনারাই হলেন মূল চালিকাশক্তি। নির্বাচনে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে এনে বিজয় নিশ্চিত করতে হবে। দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নির্বাচনী ডামাডোলের মধ্যে নগরীর চারটি থানায় সম্মেলনের মাধ্যমে বিএনপি আহ্বায়ক কমিটি গঠন শুরু করেছে। এরই মধ্যে সদর থানা সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে আহ্বায়ক পদে ১৬৩ ভোট পেয়ে কে এম হুমায়ুন কবীর নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীরুল আজম পান ৮৮ ভোট। তবে দলের বড় একটি অংশ বাইরে রেখে আহ্বায়ক কমিটি গঠনের এ প্রক্রিয়ার বিরোধিতা করেছেন সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সমর্থকরা। তিনি বলেন, ‘দলের দুঃসময়ে খুলনার রাজপথের কার্যকর নেতৃবৃন্দকে বাদ দিয়ে গঠিত মহানগর আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও দেড় বছরে কোনো থানা-ওয়ার্ড কমিটি করতে পারেনি। এখন প্রচলিত নিয়মরীতি ভঙ্গ করে যেনতেনভাবে থানা আহ্বায়ক কমিটি করা হচ্ছে। তবে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আগামী দিনের আন্দোলনে নেতা-কর্মীদের চাঙা রাখতে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি পকেট কমিটি নয়, কাউন্সিলরদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আগামী ১৯ মে সোনাডাঙ্গা থানা ও ২০ মে খানজাহান আলী থানার সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছে। দলের নির্দেশ অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
খুলনা
নির্বাচনের মাঠে ব্যস্ত আওয়ামী লীগ কর্মী চাঙা রাখতে সম্মেলনে বিএনপি
তৃণমূলের রাজনীতি
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর