খুলনা সিটি নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ। পাড়া-মহল্লায় উঠান বৈঠক, বর্ধিত সভার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে উদ্যোগী হয়েছেন শীর্ষ নেতারা। অন্যদিকে নির্বাচন বর্জন করলেও বিগত দিনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, কাউন্সিলরদের মধ্যে রয়েছে দ্বিধাবিভক্তি। এ অবস্থায় কর্মীদের চাঙা রাখতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করতে মাঠে নেমেছে বিএনপি। জানা যায়, আগামী সংসদ নির্বাচনের আগে খুলনা সিটি নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। পরপর দুটি নির্বাচন সামনে রেখে মাঠ দখলে রাখতে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন নেতা-কর্র্মীরা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি ও তদারকি কমিটি করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে গ্রহণযোগ্য নির্বাচনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও দলের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পেছনে আপনারাই হলেন মূল চালিকাশক্তি। নির্বাচনে প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে এনে বিজয় নিশ্চিত করতে হবে। দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নির্বাচনী ডামাডোলের মধ্যে নগরীর চারটি থানায় সম্মেলনের মাধ্যমে বিএনপি আহ্বায়ক কমিটি গঠন শুরু করেছে। এরই মধ্যে সদর থানা সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে আহ্বায়ক পদে ১৬৩ ভোট পেয়ে কে এম হুমায়ুন কবীর নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীরুল আজম পান ৮৮ ভোট। তবে দলের বড় একটি অংশ বাইরে রেখে আহ্বায়ক কমিটি গঠনের এ প্রক্রিয়ার বিরোধিতা করেছেন সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সমর্থকরা। তিনি বলেন, ‘দলের দুঃসময়ে খুলনার রাজপথের কার্যকর নেতৃবৃন্দকে বাদ দিয়ে গঠিত মহানগর আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও দেড় বছরে কোনো থানা-ওয়ার্ড কমিটি করতে পারেনি। এখন প্রচলিত নিয়মরীতি ভঙ্গ করে যেনতেনভাবে থানা আহ্বায়ক কমিটি করা হচ্ছে। তবে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, আগামী দিনের আন্দোলনে নেতা-কর্মীদের চাঙা রাখতে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি পকেট কমিটি নয়, কাউন্সিলরদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আগামী ১৯ মে সোনাডাঙ্গা থানা ও ২০ মে খানজাহান আলী থানার সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছে। দলের নির্দেশ অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
খুলনা
নির্বাচনের মাঠে ব্যস্ত আওয়ামী লীগ কর্মী চাঙা রাখতে সম্মেলনে বিএনপি
তৃণমূলের রাজনীতি
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর