চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ থাকার দুই দিন পর জগদীশ দাশ (৬৪) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল উপজেলার বেতাগী ইউনিয়নের সিকদারপাড়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি নদীতে গোসল করতে গেলে তার লাশ দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে। গত ১৭ মে কাউখালীর একটি মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জগদীশ নিখোঁজ হন।