রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রাম-পাড়া-মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে। মতভেদ ভুলে সবাইকে নিয়ে এখনই নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি। কক্সবাজারের চকরিয়ায় গতকাল এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ বলেন, ভাঙচুর-জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি জনগণ এখন আর বিশ্বাস করে না।

কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাজী আবু ওমর মো. ফারুক সভায় সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, দয়াল কুমার বড়ুয়া, বশিরুল আলম, নাফিস মাহবুব, কাজী নাসিরুল আলম, মো. শামসুল আলম, মো. আজিজ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর