সপ্তাহের শেষ দিনে লেনদেনের পরিমাণে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯০০ কোটি টাকা লেনদেন হয়েছে। যা শেষ ১৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। ১১৮টির দাম কমেছে। আর ১৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচকের মিশ্র প্রবণতার দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৯০ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮ কোটি ৫৬ লাখ টাকা। গত ১২ জুনের পর এটা ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এই লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৭৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লুব রেফ বাংলাদেশের ৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৫টির এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২১ কোটি ৪৭ লাখ টাকা।