মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শিল্পীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় সুলতান স্মৃতি সংগ্রহশালায় আর্টক্যাম্প, সকাল ১০টায় এস এম সুলতান শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো, বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও আদম সুরত প্রদর্শনী এবং বিকাল ৫টায় পালাগানের আসর। এ ছাড়া সকালে শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর