তিন মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সবকিছু ঢেলে সাজানোসহ ১৪ দফা জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান। রাষ্ট্রের সম্পদ ও জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। ড. আহমদ আবদুল কাদের বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিতে হবে। গ্রেপ্তারকৃত সব ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-উলামা ও সাধারণ মানুষকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আন্দোলনে নিহত সব শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান দ্রুত কার্যকর করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা এবং সব খুনের বিচার করতে হবে। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।