জাতীয় প্রেস ক্লাব নিয়ে বর্তমান কমিটি ও নতুনদের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি ও দখলের অভিযোগ এসেছে। গতকাল আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি সাংবাদিক সদস্যদের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই দখলের অভিযোগ এসেছে। নতুন সভাপতি হাসান হাফিজ ও নতুন সাধারণ আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশে এতদিনের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ তিনজনকে পদ থেকে অব্যাহতি ও সাধারণ সদস্যপদ বাতিল করা হয়েছে। অন্যদিকে এতদিনের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে প্রেস ক্লাবকে চর দখলের মতো ক্ষমতা দখলের অভিযোগ করা হয়েছে। হাসান হাফিজ ও আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত সদস্যদের জন্য প্রেরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সদস্যদের নিরাপত্তা ও সাংবাদিক সমাজের ভাবমূর্তি রক্ষার্থে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দীকী সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও তাদের সাধারণ সদস্যপদ বাতিল করা হলো। এই বিবৃতির পর এতদিনের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতার পালাবদলের পর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছেন ও জিনিসপত্র লুটপাট করেছেন। অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ ঘোষণা করেছেন। পাশাপাশি অগঠনতান্ত্রিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তাদের তিনজনের সদস্যপদ বাতিল ও ৫০ জনের বেশি সিনিয়র সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছে। তারা বিবৃতিতে এ ধরনের অপতৎপরদতার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবকে দলমতের ঊর্র্ধ্বে পরিচালিত একটি প্রতিষ্ঠান উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানানো হয়েছে। এর আগে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থ্যাপনা কমিটি ছাত্র অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দরন জানিয়ে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে।’
শিরোনাম
- কলাপাড়ায় বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু
- বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু নোভা
- ‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত
- লক্ষ্মীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- নানা নাটকীয়তার পর অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- মোরেলগঞ্জে মহিলাদলের কর্মীসভা
- ইমাদ-আমিরের অবসর, যা বলছে পিসিবি
- ব্যাটেও ধার নেই: আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?
- শহিদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
- শহিদ বুদ্ধিজীবী দিবসে বাউবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
- শাবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আশা সৌম্যের
- জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬
- মৌসুমে প্রথমবার মুখোমুখি মোহামেডান-আবাহনী
- নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- টাইগারদের এমন হারের পর যা বললেন বিসিবি সভাপতি
- ’৭১ এর জুলুমের পুনরাবৃত্তি ’২৪ এ করেছে আওয়ামী লীগ : প্রেস সচিব
- ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার
- বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
প্রকাশ:
০০:০০, সোমবার, ১২ আগস্ট, ২০২৪
জাতীয় প্রেস ক্লাব নিয়ে পাল্টাপাল্টি
নিজস্ব প্রতিবেদক
টপিক
এই বিভাগের আরও খবর