ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছি সার্বিক সংস্কারের পর নির্বাচন দিলে ভালো হবে। তড়িঘড়ি করে নির্বাচন দিলে, পূর্বের সেই অবস্থা আবার চালু হতে পারে। আমরা চাই প্রতিটি সেক্টরে সংস্কার। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি পরিবেশ তৈরি হোক।
গতকাল বিকালে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা চাই সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ কোনো ব্যক্তিকে ভোট দেবে না। ভোট দেবে দল বা প্রতীকে। ওই দল বা প্রতীকে যে সংখ্যক ভোট হবে সেই অনুপাতেই সংসদ সদস্য হতে পারবে। এতে কালো টাকার ছড়াছড়ি হবে না, সন্ত্রাস হবে না, সংঘাত হবে না।