অ্যালায়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) গ্লোবাল ফাইনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এল সালভাদরে অনুষ্ঠিত এএফআইয়ের গ্লোবাল পলিসি ফোরামের (জিপিএফ) এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে পদক্ষেপের জন্য কেন্দ্রীয় ব্যাংক পুরস্কারটি পেয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা। এ বছরের অনুষ্ঠানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক ও আর্থিক অন্তর্ভুক্তির অংশীজনসহ ৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশ নেন।