রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরাা হলেন- রমনায় শিক্ষার্থী তাসনিম ফেরদৌস (২০), ৩০০ ফিটে মো. সাকিবুল হাসান সাকিব (১৪), কদমতলীতে মো. সাকিব (২০), ও ঢাবিতে এক দিন বয়সী নবজাতক মেয়ে। রমনা থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, গত শনিবার রাতে কাকরাইল মসজিদের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত এবং আরেক শিক্ষার্থী আহত হয়। নিহত শিক্ষার্থী তাসনিম ফেরদৌস তিতুমীর কলেজ শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইসমাঈল মিয়ার ছেলে। গতকাল ভোরে ৩০০ ফিটে মুরগির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা দিলে দুর্ঘটনায় নিহত হন মাদরাসার শিক্ষার্থী সাকিবুল। সে নরসিংদীর শিবপুর আশরাফিয়া মাদরাসার (হাফেজি) শিক্ষার্থী ছিল। নিহত সাকিবুলের বাবা মুরগি ব্যবসায়ী মো. শরিফ হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।
এ ছাড়া গত শনিবার রাতে কদমতলী থানার রায়েরবাগ এলাকায় একটি বাসায় থাই গ্লাসের মাপ নেওয়ার সময়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দোকান কর্মচারী সাকিবের। কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. সাইফুল ইসলামের ছেলে সাকিব। চাচা মো. জাহাঙ্গীরের রায়েরবাগের মেরাজনগর সে থাকত। শাহবাগ থানার এসআই ফরিদ আহমেদ জানান, গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে কাপড়ের ব্যাগের মধ্যে প্যাঁচানো অবস্থায় এক দিন বয়সি নবজাতক মেয়ের লাশ উদ্ধার করা হয়।