দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। সবচেয়ে বেশি ইমেজ সংকটে পড়েছে পুলিশ বাহিনী, বিচার বিভাগ ও গণমাধ্যম। সাংবাদিকদের যে ইমেজ ছিল তা ধ্বংস করে গেছেন হাসিনা। আমরা দেখেছি বয়োবৃদ্ধ সম্পাদকরা সংবাদ সম্মেলনে কীভাবে শেখ হাসিনাকে তৈলমর্দন করতেন। সাংবাদিকদের আগের সম্মান আর নেই। এই সম্মান ফিরিয়ে আনতে হবে আমাদের। এই লড়াই শুরু করেছি আমরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণমাধ্যম সংস্কার : সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর আয়োজন করে। ডিআরইউ সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্যসচিব মো. মিয়া হোসেন।
গণমাধ্যমের ছুটি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, সরকারি চাকরিজীবীরা ১০ দিন ছুটি পাবেন ঈদুল আজহায়। আমার ক্ষমতা থাকলে আজই অন্তত চার দিনের ছুটির ঘোষণা দিয়ে রাখতাম। কিন্তু এ ক্ষমতা আমার নেই। এটা নোয়াব ও সম্পাদক পরিষদ নামের এলিট শ্রেণি করবে। তবে ঈদের সময় অন্তত চার দিন ছুটি থাকা দরকার।
তিনি আরও বলেন, গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হতে পারেনি। চতুর্থ স্তম্ভ দাবি করার আগে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য একতাবদ্ধ হতে হবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার যদি এই সংস্কার না মানে তাহলে আমরা কী করব সেই পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।