বরিশালের গৌরনদীতে পাচারের সময় ৪০ ড্রাম চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এ সময় দুটি ট্রাকসহ দুই চালককে আটক করে পুলিশ। জব্দ রেণুর বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। গতকাল সকালে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পরে ইউএনওর নির্দেশে আড়িয়াল খাঁ নদে এসব চিংড়ি রেণু অবমুক্ত করা হয়। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, গৌরনদী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুই ট্রাকে ৪০ ড্রাম ভর্তি ৩০ হাজার পিস চিংড়ি রেণু উদ্ধার করা হয়।
আটক করা হয় মাসুদ হাসান ও বাবুল হোসেন নামে দুই ট্রাকচালককে। পরে ইউএনও রিফাত আরা মৌরির নির্দেশে চিংড়ি রেণু আড়িয়াল খাঁ নদে ছেড়ে দেওয়া হয়েছে। আটক চালকদের বিরুদ্ধে গৌরনদী থানার উপপরিদর্শক জুয়েল বাদী হয়ে মামলা করেছেন।
আটক ট্রাকচালকরা জানান, ভোলা থেকে চিংড়ি রেণু নিয়ে এসেছেন মেহেন্দীগঞ্জের রেণু ব্যবসায়ী। গৌরনদী থেকে বাগেরহাটে নিয়ে যাওয়ার জন্য তাদের ভাড়া করা হয়েছে।